You dont have javascript enabled! Please enable it! 1975.02.13 | বিশ্বস্বাস্থ্য সংস্থার বৈঠকে রিপাের্ট পেশ- বাংলাদেশে মহামারী নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতেছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বিশ্বস্বাস্থ্য সংস্থার বৈঠকে রিপাের্ট পেশ
বাংলাদেশে মহামারী নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতেছে

গত ডিসেম্বর মাসে সারা বিশ্বে মাত্র ১৪শতটি বসন্ত রােগের রিপাের্ট পাওয়া গিয়াছে। ১৯৭৩ সালের ডিসেম্বরে ইহার সংখ্যা ছিল ১২ হাজার।
বসন্ত রােগের প্রাদুর্ভাব হাস পাওয়ার এই তথ্য জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যনির্বাহী বাের্ডের ৫৫তম অধিবেশনে পেশকৃত এক রিপাের্টে প্রকাশ পায় বলিয়া সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হইয়াছে।
বসন্ত ব্যাধির প্রকোপ বিরাজিত সর্বশেষ ৪টি দেশেও বিস্ময়করভাবে পরিস্থিতির উন্নতি ঘটিয়াছে। গত তিন মাসে পাকিস্তানে বসন্ত ব্যাধিতে একজন লােকও আক্রান্ত হইয়াছে বলিয়া দেখা যায় নাই। পশ্চিম, মধ্য ও দক্ষিণ ভারত এখন বসন্তমুক্ত। ১৯৭৪-এর মধ্যেই বাংলাদেশে বসন্তের প্রকোপ ৫% শতাংশ হ্রাস পাইয়াছে এবং গত তিন মাসে ইথিওপিয়ায় বসন্তের প্রকোপ কমিয়াছে শতকরা ৭৫ ভাগ। গত দেড় মাসে সারা বিশ্বে মাত্র ৬১২টি গ্রামে বসন্তের প্রাদুর্ভাব লক্ষ্য করা গিয়াছে। তবে খাদ্যভাব ও বিরাট জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশ এবং দুর্গম পার্বত্যাঞ্চলবেষ্টিত ইথিওপিয়ায় মহামারী নিয়ন্ত্রণে সম্প্রতি নানাবিধ সমস্যা দেখা দিতেছে বলিয়াও রিপাের্টে উল্লেখ করা হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৩ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত