You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর ঢাকা প্রত্যাবর্তন

প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রামে তিনদিনের সফরশেষে গতকাল (বৃহস্পতিবার) সকালে ঢাকা প্রত্যাবর্তন করেন। আভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদও তাহার সহিত ঢাকা ফিরিয়া আসেন।
বাসস জানাইয়াছেন, পূর্বাহ্নে রাঙ্গামাটিতে প্রেসিডেন্টকে আন্তরিক বিদায় সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। স্থানীয় সংসদ সদস্য, উপজাতীয় প্রধানগণও বিমান বন্দরে উপস্থিত ছিলেন। ইহা ছাড়া দূরদূরান্ত হইতে গ্রামবাসীরা তাহাতে দেখিতে আসে।
প্রেসিডেন্ট কক্সবাজারে দুইদিন অবস্থান করেন। সেখানে তিনি রাবার বাগান পরিদর্শন করেন এবং রাবারের উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়ােজনীয় সকল ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বঙ্গবন্ধু লবণ শিল্পের বিভিন্ন সমস্যা লইয়াও স্থানীয় অফিসারদের সহিত আলােচনা করেন। রাঙ্গামাটিতে একদিন অবস্থান কালে প্রেসিডেন্ট উপজাতীয় প্রধানদের এক সভায় ভাষণ দেন। তিনি একটি হস্তশিল্প কেন্দ্রের উদ্বোধন করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৪ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!