চিনি রফতানীর মাধ্যমে ৬০ কোটি টাকা অর্জন করা সম্ভব
জরুরী ভিত্তিতে মিল এলাকায় রাস্তা নির্মাণ করিয়া যানবাহন চলাচল ব্যবস্থার উন্নয়ন, প্রয়ােজনীয় ইক্ষু প্রাপ্তির নিশ্চয়তা, মিল এলাকার বাহিরে উৎপাদিত গুড়ের চোরাচালান বন্ধসহ ‘বাংলাদেশ মােলাসেস কন্টোল অর্ডারের’ কতিপয় সংশােধনী আনয়ন কর হইলে ১৯৭৫-৭৬ সালে চিনি রফতানীর মাধ্যমে বাংলাদেশ ২ কোটি পাউণ্ড স্টার্লিং অর্জন করিতে সক্ষম হইবে।
বর্তমানে বাংলাদেশ সুগার মিল কর্পোরেশনের অধীনে দেশের বিভিন্ন এলাকায় মােট ১৫টি চিনিকল রহিয়াছে। ওই মিলগুলি বার্ষিক ১ লক্ষ ৬৯ হাজার টন চিনি উৎপাদনে সক্ষম। ইহাছাড়া নির্মীয়মান ফরিদপুর চিনিকল চালু হইলে উহাতে আরও ৯ হাজার টন চিনি উৎপাদন করা সম্ভব হবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৪ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত