ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার পাট ভস্মীভূত
গত শুক্রবার দিবাগত রাত্রে খুলনার দৌলতপুরের সন্নিকটে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে দুই কোটি টাকা মূল্যের পাট ভস্মীভূত হইয়াছে। স্থানীয় কর্তৃপক্ষের মতে জুট মার্কেটিং কর্পোরেশনের একটি গুদামে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১৮ হাজার পাকা গাইটের পাট ভস্মীভূত হইয়াছে। এই অগ্নিকাণ্ডে আরও একটি বেসরকারী পাটের গুদাম ক্ষতিগ্রস্ত হইয়াছে। অগ্নিনির্বাপক দল গতকাল (শনিবার) সকালে আগুন আয়ত্তে আনিয়াছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নাই। পুলিশ এ ব্যাপারে জে এম সি’র ম্যানেজারসহ ১৫ ব্যক্তিকে গ্রেফতার করিয়াছে।
ঘটনার বিবরণে প্রকাশ, গত শুক্রবার রাত্র সাড়ে ১২ টা নাগাদ একটি বেসরকারী মালিকানাধীন গুদামে প্রথমে অগ্নিকাণ্ড ঘটে। গুদামে কাচাপাট ছিল। সেখান হইতে এই আগুন পার্শ্ববর্তী জে এম সির জলিল খান গুদামে ছড়াইয়া পড়ে। জলিল খান গুদামে রফতানীর জন্য প্রস্তুত ১৮ হাজার ৬ শত ৬২টি পাকা গাইট ছিল। ঐ রাত্রে আগুন আয়ত্তে আনা সম্ভব হয় নাই।
|অগ্নিকাণ্ড সরেজমিনে তদন্ত করার জন্য পাট প্রতিমন্ত্রী জনাব মােসলেহউদ্দীন গতকাল (শনিবার) খুলনা রওয়ানা হইয়া গিয়াছেন।
এদিকে গতকাল ঢাকার পাটমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান বলেন দুই-তিন দিনের মধ্যেই এই অগ্নিকাণ্ড তদন্তের উচ্চ ক্ষমতাসম্পন্ন ইট কমিটি গঠন করা হইবে।
ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি জানান যে পূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব নয়। তিনি উল্লেখ করেন যে অগ্নিকাণ্ডের জন্য দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি প্রদানে সরকার সংকল্পবদ্ধ।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত