নয়ানীতির আওতায় পুঁজি বিনিয়ােগের সুযােগ গ্রহণ করুন-শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী জনাব এ, এইচ, এম কামরুজ্জামান নূতন বিনিয়ােগ নীতির আওতায় সরকার কর্তৃক প্রদত্ত সুবিধাদির সুযােগ গ্রহণে আগাইয়া আসিবার জন্য শিল্প ও বণিক সমিতি এবং শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান জানাইয়াছেন। গতকাল (শনিবার) পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শিল্প উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে তিনি বক্তৃতা করিতেছিলেন।
মন্ত্রী বলেন, সরকারের সহিত দেশের সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযােগিতার মাধ্যমেই শিল্পের তথা অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হইতে পারে।
কাঁচামাল, অর্থ এবং খুচরা যন্ত্রাংশের অভাবের জন্য যে সকল শিল্প প্রতিষ্ঠান বিভিন্ন। অসুবিধার সম্মুখীন হইয়াছে উহা দূরীকরণের জন্য তিনি সরকারের পক্ষ হইতে সকল সহযােগিতার আশ্বাস প্রদান করেন।
মন্ত্রী মত প্রকাশ করেন যে, এই পরিষদ শুধু সমস্যা লইয়া আলােচনা করিবে না। সমস্যা উত্তরণের জন্য প্রয়ােজনীয় সুপারিশ বাস্তবায়িত করার প্রচেষ্টা চালাইবে।
বৈঠকে শিল্প প্রতিমন্ত্রী প্রফেসর নূরুল ইসলামসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত