বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা চুক্তির কাঠামাে প্রণীত
বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণের জন্য দুই দেশের পররাষ্ট্র সচিবরা একটি চুক্তির কাঠামাে স্থির করিয়াছেন। তিন দিনব্যাপী পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক গতকাল (সােমবার) ঢাকায় সমাপ্ত হয়।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব ফখরুদ্দিন আহমদ ও ভারতীয় পররাষ্ট্র সচিব মি: কেওয়াল সিং এ ব্যাপারে আরও আলােচনা করার উদ্দেশ্যে শীঘ্রই নয়াদিল্লীতে পুনরায় বৈঠকে মিলিত হইবেন। বৈঠকের তারিখ দুই দেশের সরকার নির্ধারিত করিবেন।
সমুদ্রসীমা নির্ধারণের ব্যাপারে দুই দেশের মধ্যে কাহারও যাহাতে স্বার্থহানি না ঘটে সেদিকে দৃষ্টি রাখা হইবে। তবে পররাষ্ট্র সচিব পর্যাযের পরবর্তী বৈঠকেও যে, কোন চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হইবে তাহা নিশ্চিতভাবে বলা যায় না।
মুখপাত্রদের বরাত দিয়া ‘এনা’ জানাইয়াছেন যে সমুদ্রসীমা ও ‘অর্থনৈতিক এলাকা’র ব্যাপারে কারাকাসে যে সিদ্ধান্ত লওয়া হইয়াছিল দুইদেশ তাহাতে একমত।
বৈঠকে পররাষ্ট্র সচিবদ্বয় দ্বিপক্ষীয় অন্যান্য বিষয় ছাড়াও উপমহাদেশের পরিস্থিতি পর্যালােচনা করেন। চোরাচালান বন্ধের ব্যাপারেও তাঁহারা মত বিনিময় করেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রী মি: কেওয়াল সিং আজ (মঙ্গলবার) নয়াদিল্লীর পথে ঢাকা ত্যাগ করিবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১১ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত