প্রযুক্তি বিদ্যা প্রয়ােগ করিয়া কৃষি উন্নয়ন ত্বরান্বিত করুন-সামাদ
কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ যথার্থ প্রযুক্তি বিদ্যা ও স্থানীয় সম্পদের সর্বাধিক ব্যবহার, জনশক্তি, দক্ষতা ও পুঁজির মাধ্যমে বৈদেশিক প্রযুক্তিবিদ্যার উপর নির্ভরশীলতা হ্রাস করিয়া কৃষি উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য দেশের পরিকল্পনাবিদ, প্রশাসক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে আহ্বান জানাইয়াছেন।
মন্ত্রী গতকাল (বৃহস্পতিবার) “যথাযথ কৃষি প্রযুক্তি বিদ্যার” উপর ৩ দিনব্যাপী একটি জাতীয় ওয়ার্কশপ উদ্বোধনকালে একথা বলেন।
খবর বাসস ও এনার।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৭ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত