You dont have javascript enabled! Please enable it! 1975.02.07 | বঙ্গবন্ধুর প্রতি উইলী স্টপের অভিনন্দন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর প্রতি উইলী স্টপের অভিনন্দন

পূর্ব জার্মানীর প্রেসিডেন্ট মি: উইলী স্টপ গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট পাঠানাে এক অভিনন্দন বাণীতে আশা প্রকাশ করিয়াছেন যে, শান্তি ও সামাজিক প্রগতির জন্য যৌথ সংগ্রামের ভিত্তিতে পূর্ব জার্মানী ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযােগিতা উত্তরােত্তর বৃদ্ধি পাইবে।
মি: উইলী স্টপ তাঁহার বাণীতে বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পূর্ব জার্মানীর রাষ্ট্রীয় পরিষদ ও জনগণের পক্ষ হইতে আমরা আপনাকে আন্তরিক অভিনন্দন জানাইতেছি। বাংলাদেশের জনগণের কল্যাণ ও বিশ্বশান্তির জন্য দেশ গটনের বিরাট দায়িত্ব সম্পাদনে আমরা আপনার ও আপনার সরকারের সাফল্য কামনা করিতেছি।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৭ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত