You dont have javascript enabled! Please enable it!

সােমবার বঙ্গবন্ধু কক্সবাজার সফরে যাইবেন

রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামী ১০ই ফেব্রুয়ারী তিন দিনের সফরে কক্সবাজার ও রাঙ্গামাটি গমন করিবেন। কক্সবাজারে দুইদিন অবস্থানকালে লবণ উৎপাদন বৃদ্ধির ব্যাপারে। সরকার যে ব্যবস্থা গ্রহণ করিয়াছেন তিনি উহার অগ্রগতি পরীক্ষা করিবেন এবং লবণ শিল্পের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হইবেন।
বঙ্গবন্ধু স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও অফিসারদের সহিত ও সাক্ষাৎ করিবেন।
আগামী ১১ই ফেব্রুয়ারী তিনি রাঙ্গামাটি গমন করিবেন। সেখানে তিনি বন ও মৎস্য বিভাগের সমস্যা সম্পর্কে নিজেকে অবহিত করিবেন। স্থানীয় সমস্যার ব্যাপারেও তিনি আলাপআলােচনা করিবেন। তিনি ১৩ই ফেব্রুয়ারী ঢাকা প্রত্যাবর্তন করিবেন।
সফরকালে বাণিজ্য ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ ও তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর তাহার সঙ্গে থাকিবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!