You dont have javascript enabled! Please enable it! 1975.02.08 | ৭ লক্ষ ৩২ হাজার ১৭১ টি ভূয়া রেশনকার্ড উদ্ধার | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

৭ লক্ষ ৩২ হাজার ১৭১ টি ভূয়া রেশনকার্ড উদ্ধার

ভুয়া রেশনকার্ড উদ্ধারকরে বিশেষ অভিযান চালাইয়া গত ২৭শে জানুয়ারি হইতে এ পর্যন্ত ঢাকা জানুয়ারি হইতে এ পর্যন্ত ঢাকা সাব-রেশনিং এলাকা ও নারায়ণগঞ্জে সর্বমােট ৪ লক্ষ ১২ হাজার ৬শত ২৭টি ভুয়া রেশনকার্ড বাতিল করা হয় বলিয়া পুলিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গিয়াছে। ঢাকা শহরে ভুয়া রেশনকার্ড বাতিলের সংখ্যা হইতেছে ২ লক্ষ ৯৬ হাজার ৩৩টি এবং নারায়ণগঞ্জে ১ লক্ষ ১৬ হাজার ৫শত ৯৪টি।
নভেম্বর হইতে এ পর্যন্ত ৭ লক্ষ ৩২ হাজার ১শত ৭১টি ভূয়া রেশনকার্ড বাতিল করা হইয়াছে। এখনও এই অভিযান অব্যাহত রহিয়াছে। রেশন দোকানের মালিকগণও এ ব্যাপারে সরকারের সহিত সহযােগিতা করিতেছেন।
রেশন গ্রহিতাদের অনুরােধ করা হইয়াছে যে, রেশন্দ্ৰব্য উঠানাে হউক বা না হউক তাহারা যেন আজ শনিবার হইতে তাহাদের রেশনকার্ড তদন্তের সংশ্লিষ্ট দোকানে জমা দেন।
যাহারা চলতি সপ্তাহে রেশন দোকানে রেশন কার্ড জমা না দিবেন তাহাদের কার্ড স্বাভাবিকভাবে বাতিল বলিয়া গণ্য করা হইবে। জনসাধারণকে এ ব্যাপারে সহযােগিতার আহ্বান জানান হইয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৮ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত