You dont have javascript enabled! Please enable it! 1975.02.09 | সমুদ্র সীমা প্রশ্নে বাংলাদেশ-ভারত মত বিনিময় | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সমুদ্র সীমা প্রশ্নে বাংলাদেশ-ভারত মত বিনিময়

ভারত-বাংলাদেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক গতকাল (শনিবার) ঢাকায় শুরু হইয়াছে। বৈঠকে ভারতীয় ও বাংলাদেশ দলের নেতৃত্ব করিতেছেন যথাক্রমে মি: কেওয়াল সিং ও জনাব ফখরুদ্দীন আহমদ।
বৈঠকের প্রথম দিনে গতকাল দুই দেশের প্রতিনিধিরা দ্বিপক্ষীয় বিষয়সমূহ ছাড়াও উপমহাদেশের পরিস্থিতি ও আন্তর্জাতিক অবস্থা লইয়া আলােচনা করেন। বৈঠক আড়াই ঘন্টাকাল চলে।
বৈঠকে সমুদ্রসীমা চিহ্নিতকরণের ব্যাপারেও প্রতিনিধিরা মত বিনিময় করেন। ইহাছাড়া চোরাচালান বন্ধ করার ব্যাপারে দুই দেশের সরকার যে পদক্ষেপ গ্রহণ করিয়াছেন, উহাও তাহারা পর্যালােচনা করেন। এ ব্যাপারে একটি যৌথ কমিটি গঠন করা হইবে। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কের ব্যাপারেও তাহারা আলােচনা করেন।
পাকিস্তান অস্ত্র আমদানীর যে চেষ্টা চালাইতেছে বৈঠকে উহাও পর্যালােচনা করা হয়। যদি কোন দেশ পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করে তবে উহা উপমহাদেশে শান্তি স্থাপনে অন্তরায় সৃষ্টি করিবে বলিয়া বৈঠকে মত প্রকাশ করা হয়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৯ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত