You dont have javascript enabled! Please enable it!

চলতি অর্থ বৎসরে মার্কিন খাদ্য সরবরাহ ২২ লক্ষ টন বৃদ্ধি পাইবে

ওয়াশিংটন, ৫ই ফেব্রুয়ারি (ইউসিস)-শান্তির জন্য খাদ্য সরবরাহ কর্মসুচির অধীনে চলতি অর্থ বৎসরে (৩০শে জুন সমাপ্ত হইবে) বিশ্বে মার্কিন খাদ্য সরবরাহ ২২ লক্ষ টন বৃদ্ধি পাইতেছে। এই কর্মসূচির অধীনে বেশিরভাগ গম ও চাউল বাংলাদেশ ও ভিশন ভবনে যাবতীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংস্থাপনের কাজ সমাধা হইয়াছে বলিয়া বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব জামিল চৌধুরী এক সাক্ষাৎকারে জানাইয়াছেন। গত ২রা জানুয়ারি হইতে সেখানে ভারতসহ বিশ্বের অভাবগ্রস্ত দেশগুলিতে প্রেরণ করা হইবে। গত অর্থ বৎসরে সরবরাহকৃত ৩৩ লক্ষ টনের তুলনায় এই বৃদ্ধির পরিমাণ শতকরা প্রায় ৭০ ভাগ এবং মােট সরবরাহের পরিমাণ দাঁড়াইবে প্রায় ৫৫ লক্ষ টন।
শান্তির জন্য খাদ্য সরবরাহ কর্মসূচী দুই অংশে বিভক্ত। প্রথম অংশে রহিয়াছে অত্যন্ত অনুকূল দীর্ঘমেয়াদী সুদের হারের ভিত্তিতে সুবিধাজনক শর্তে বিক্রয়, যাহার পরিমাণ হইবে কর্মসূচীর প্রায় দুই তৃতীয়াংশ। দ্বিতীয় অংশে রহিয়াছে সরাসরি প্ল্যান্ট বা সাহায্য, যাহার পরিমাণ
১১৭৫ অর্থ বৎসরে শান্তির জন্য খাদ্য সরবরাহে মােট ব্যয় হইবে ১৬০ কোটি ৩০ লক্ষ ডলার। গত বৎসর এই ব্যয়ের পরিমাণ ছিল ৯৬ কোটি ৩০ লক্ষ ডলার।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!