You dont have javascript enabled! Please enable it! 1975.02.06 | প্রধানমন্ত্রীর প্রতি বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

প্রধানমন্ত্রীর প্রতি বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন

জনাব এম, মনসুর আলী বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করায় তাঁহাকে আন্তরিক অভিনন্দন জানাইয়া ইরানের প্রধানমন্ত্রী জনাব আমীর আব্বাস হােবায়দা, যুগােশ্লাভিয়ার প্রেসিডেন্ট মি: জেমাল বিজেদিক ও নেপালের প্রধানমন্ত্রী মি: নগেন্দ্রপ্রসাদরিজাল গতকাল (বুধবার) অভিনন্দন বার্তা প্রেরণ করিয়াছেন।
এইসব বাণীতে নেতৃবৃন্দ জনাব এম, মনসুর আলীর অব্যাহত ভাল স্বাস্থ্য ও নূতন পদে তাঁহার সাফল্য কামনা করিয়াছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত