You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর নূতন আশা

সম্পতি এক নিবন্ধে বলা হয়, বঙ্গবন্ধু কর্তৃক দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করায় জনগণ খুশী হইয়াছেন এবং তিনি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করিয়াছেন।
রিপাের্টে উল্লেখ করা হয়, জরুরী অবস্থা জারি হওয়ার পর হইতে ঢাকা শহরের বিভিন্ন বস্তি এলাকা হইতে সরকারী জমির অবৈধ দখলদারদের উচ্ছেদ করিয়া রাজধানীর ২৫ মাইল দূরে টঙ্গীতে পুনর্বাসিত করা হইয়াছে। ইহাছাড়া শহর হইতে শত শত পেশাদার ভিক্ষুককে ট্রাকে করিয়া শহরের বাহিরে আশ্রয় শিবিরে স্থানান্তরের সরকারী ব্যবস্থাও জনগণ কর্তৃক বিপুলভাবে অভিনন্দিত হইয়াছে। রিপাের্টে আরও বলা হয়, কিছুদিন পূর্বে দেশের ভবিষ্যৎ সম্পর্কে যাহারা হতাশ হইয়া পড়িয়াছিল, সরকারের গৃহীত নূতন ব্যবস্থায় তাহাদের মনে নূতন আশার সঞ্চার করিয়াছে।
বাংলাদেশের পরিবর্তিত শাসন-ব্যবস্থা সম্পর্কে বলা হয় যে, জনমনে শেখ মুজিবের আসন এতই দৃঢ় যে, জরুরী অবস্থা ঘােষণা সম্পর্কে জনগণের পক্ষ হইতে কোন প্রতিবাদই আসে নাই।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৬ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!