খুলনা-যশাের-কুষ্টিয়া সীমান্তে চোরাচালান প্রায় বন্ধ
বাংলাদেশ সেনাবাহিনী যশাের, খুলনা ও কুষ্টিয়া জেলার গােটা সীমান্তে চোরাচালানীদের অশুভ তৎপরতা স্তব্ধ করিয়া দিয়াছেন এবং এই বিরাট সীমান্ত এলাকায় বর্তমানে চোরাচালান প্রায় বন্ধ হইয়া গিয়াছে।
গত সােমবার বাসস পরিবেশিত খবরে বলা হয় যে, সেনাবাহিনী ‘চোরাচালানীদের স্বর্গ বলিয়া পরিচিত এই বিশাল সীমান্ত এলাকা হইতে বহু চোরাচালানীকে গ্রেফতার ও বিপুল পরিমাণ চোরাই মাল আটক করিয়াছেন এবং বেআইনী অনুপ্রবেশ বন্ধ করিয়া এই সকল এলাকা হইতে সমাজবিরােধী দুবৃত্তদের নির্মুল করিয়াছেন।
সেনাবাহিনী একমাত্র চুয়াডাঙ্গা সীমান্ত হইতেই এই পর্যন্ত ১৫ শত ৪৬ মণ লবণ, প্রায় ৪ মণ মরিচ ও অন্যান্য মালামাল আটক এবং ৩ শত ৪২ জন চোরাচালানী ও ১শত ২ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করিয়াছেন।
অপরদিকে বেনাপােল সীমান্ত হইতে বিভিন্ন মালামালসহ ২শত ৩৯ তােলা স্বর্ণ আটক এবং বহুসংখ্যক চোরাচালানীকে গ্রেফতার করেন।
সাতক্ষীরা সীমান্ত এলাকা হইতে এ পর্যন্ত ২ শত ৭৪ জন চোরাচালানীকে গ্রেফতার,৪শত ৫৯ মণ লবণ ও ৫শত ৮১ গাইট বিড়িপাতা আটক করা হইয়াছে। খালিশপুর হইতে ৬২ গাইট চোরাই বিড়িপাতাসহ ৭৫ হাজার টাকা মূল্যের মাল আটক করা হইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৫ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত