নারীবর্ষ প্রস্তুতি কমিটির প্রস্তাব
গত সােমবার বিকাল ৪টায় বিশ্ব নারীবর্ষ জাতীয় প্রস্তুতি কমিটির কার্যকরী সংসদের এক সভায় ব্যাপক কর্মসূচী প্রণয়ন করা হয়। | কমিটি জেলা, মহকুমা ও থানা পর্যায়ে নির্দিষ্ট কর্মসূচী গ্রহণের আহ্বান জানাইয়াছে। বৎসরের প্রতিমাসেই এই ধরনের কর্মসূচী গ্রহণ করা হইবে।
ফেব্রুয়ারী মাসের কর্মসূচী নিম্নরূপ
“মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা”
(ক) শিক্ষার মাধ্যম ও অফিসআদালতে সর্বত্র বাংলা প্রচার ও প্রসার, (খ) সকল মায়ের মুখে ভাষাদান: অর্থাৎ বয়স্কা মহিলাদের জন্য শিক্ষা কেন্দ্র স্থাপনের ব্যবস্থা, করা (গ) বাংলাদেশের নারী সমাজের অধিকার সংক্রান্ত আইনসমূহ মহিলাদের মধ্যে ব্যাপক প্রচার করা (ঘ) প্রতিটি জেলায় কমিটি গঠন করা।
সভায় সভানেত্রীত্ব করেন বেগম সুফিয়া কামাল।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৫ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত