You dont have javascript enabled! Please enable it! 1975.02.05 | রূপগঞ্জ আশ্রয় শিবিরে দুই দিনে শীতে ৬ জনের মৃত্যু | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

রূপগঞ্জ আশ্রয় শিবিরে দুই দিনে শীতে ৬ জনের মৃত্যু

রূপগঞ্জ (ঢাকা) ৩রা ফেব্রুয়ারী গত ২ দিনে রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নস্থ থানার কায়েতপাড়া ইউনিয়ন চনপাড়া ওয়াসা আশ্রয় শিবিরে শীতে ৬ ব্যক্তি মারা গিয়াছে বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে। মৃতদের মধ্যে ৪টি শিশু।
নারী নির্যাতনের অভিযােগে পুলিস আশ্রয় শিবির হইতে ২ জন আশ্রিতকে গ্রেফতার করিয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৫ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!