You dont have javascript enabled! Please enable it! 1975.02.05 | শিপিং কর্পোরেশনকে সমস্যার আবর্ত হইতে রক্ষার জন্য সরকারী হস্তক্ষেপ প্রয়ােজন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

শিপিং কর্পোরেশনকে সমস্যার আবর্ত হইতে রক্ষার জন্য সরকারী হস্তক্ষেপ প্রয়ােজন

মাত্র একলক্ষ বিশ হাজার টন মাল পরিবহনের ক্ষমতাসম্পন্ন ১৪টি জাহাজ, দেশেবিদেশে চড়া সুদে ১৭ কোটি টাকা ঋণ, জাহাজ ক্রয়, মেরামত, খুচরা যন্ত্রপাতি, তেল ও অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি, বন্দর ও স্টিভেডােরিং খরচ এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধির বহুমুখী সমস্যার আবর্ত হইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে রক্ষার জন্য সরাসরি সরকারী হস্তক্ষেপ প্রয়ােজন। কর্পোরেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন কিউ, এ, বি, এম, রহমান গতকাল মঙ্গলবার’ দুই ঘণ্টাব্যাপী সাংবাদিকদের সঙ্গে আলােচনাকালে এই অভিমত ব্যক্ত করেন।
ক্যাপ্টেন রহমান বলেন যে চলার পথে সংকট ও চড়াইউত্রাই থাকা সত্ত্বেও বি.এস.সি ১৯৭৩/৭৪ আর্থিক বৎসরে ১৫ কোটি ৬৩ লক্ষ ৭৭ হাজার ৭ শত ৮৫ টাকা আয় করিয়াছে এবং উহার মধ্যে নীট মুনাফার পরিমাণ হইল ১ কোটি ৫২ লক্ষ ৭৪ হাজার ৫ শত ৬৪ টাকা। তিনি জানান যে, আয়ের সিংহভাগ পরিচালনা ব্যয় ও চড়া সুদের ঋণ পেিশাধ করিতে ব্যয় হয়। তিনি বলেন যে, সংস্থার ১৭ কোটি ৭০ লক্ষ টাকা ঋণ রহিয়াছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৫ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত