You dont have javascript enabled! Please enable it!

মস্কো-কায়ারাে সম্পর্কে নয়া অধ্যায়ের সূচনা হইয়াছে-সাদত

কায়ারাে, ৪ঠা ফেব্রুয়ারী এএফপি-সফররত সােভিয়েট পররাষ্ট্রমন্ত্রী মি: আদ্রে গ্রোমিকোর সহিত চারঘন্টাকাল আলােচনার পর প্রেসিডেন্ট আনােয়ার সাদত আজ ঘােষণা করেন যে, মিসর ও সােভিয়েট ইউনিয়ন পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি করেছে। আগামী দিনে এই সম্পর্কে আরও গভীরতর হবে। আছে পায় এক কোটি টাকা। সংস্থার বর্তমান সম্পদের তুলনায় দায়ের হার বেশি ৬ঃ৭।
প্রশাসনিক ব্যয়বৃদ্ধি সম্পর্কে প্রশ্ন করা হইলে বি, এস, সি-র চেয়ারম্যান বলেন যে, পাকিস্তান-প্রত্যাগত ২শত কর্মচারী চাকুরীতে গ্রহণ করায় এই ব্যয় বৃদ্ধি ঘটিয়াছে।
ক্যাপ্টেন রহমান জানান যে, ১৯৭২ সালের মার্চ মাসে সরকারের নিকট পেশকৃত প্রথম প্রােজেক্টেড রিপাের্টে ১৯৮২ সালের মধ্যে ৩টি অয়েল ট্যাংকারসহ ৪৩টি সমুদ্রগামী জাহাজ ক্রয়ের নীল নকশা প্রণয়ন করা হয়। তিনি আশা প্রকাশ করেন যে, ১৯৭৮ সালের মধ্যে ৩ লক্ষ টন মাল পরিবহনের ক্ষমতা সম্পন্ন আরও ১৯টি জাহাজ সংগ্রহ করা সম্ভব হইবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৫ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!