সংসদ সদস্য গুলীবিদ্ধ
যশাের, ৪ঠা ফেব্রুয়ারী যশাের টাউনের জনবহুল রাস্তা হাজী মােহাম্মদ মােহসীন রােডে সন্ধ্যা পৌনে সাতটায় অজ্ঞাতনামা আততায়ীর গুলীবিদ্ধ হইয়াছে সংসদ সদস্য এডভােকেট জনাব ময়নুদ্দিন মিয়াজীর দেহে। তিনি ঝিনাইদহের কোচানপুর মহেশপুর এলাকা হইতে জাতীয় সংসদের নির্বাচিত সদস্য।
জনাব ময়নুদ্দিন মিয়াজী সন্ধ্যায় হাজী মােহাম্মদ মােহসীন রােডের গ্র্যান্ড স্টোর নামক একটি কাপড়ের দোকান হইতে রাস্তায় নামামাত্র পিছন হইতে তাহার পৃষ্ঠদেশে গুলীবর্ষণ করা হয়। গুলীবিদ্ধ হইয়া রক্তাপ্লুত অবস্থায় ছুটিয়া পার্শ্ববর্তী যশাের অপটিক্যাল’ নামক একটি চশমার দোকানে ঢুকিয়া তিনি পড়িয়া যান। সঙ্গে সঙ্গে ঐ দোকানে একটি মলােটভ ককটেল নিক্ষিপ্ত হয়। ইহার ফলে ঐ দোকানে চশমার জন্য আগত যশাের কম্বাইন্ড মেডিকেল হাসপাতালের এ্যাসিস্টেন্ট জনাব মােহাম্মদ শাহজাহান এবং দোকানের মালিক জনাব জবেদ আলী আহত হন।
এই ঘটনার পর পরই সশস্ত্র ব্যক্তিরা আরও দুইটি মলােটভ ককটেল নিক্ষেপ করিয়া পলায়নের পথ সুগম করিয়া লয় এবং বিনা বাধায় পূর্বদিকে দৌড়াইয়া পলায়ন করিতে সক্ষম হয়। কেহই তাহাদের গতিরােধ করে নাই, কারণ সকলেই ছিল ভীতসন্ত্রস্ত। মাত্র পনর মিনিটের মধ্যে এই ঘটনা ঘটিয়া যায় এবং জনবহুল রাস্তাটি পরিণত হয় জনবিরল রাস্তায়। অল্প পরে পুলিষ আসে গােটা এলাকাটিকে ঘিরিয়া রাখা হয়। আহতদের লইয়া যাওয়া হয় যশাের হাসপাতালে। আহত শাহজাহান ও জবেদ আলীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল হইতে ছাড়িয়া দেওয়া হয়। কিন্তু জনাব ময়নুদ্দিনের অবস্থার ক্রমাবনতি ঘটিতে থাকে।
চিকিৎসকদের সন্দেহ, গুলী তাহার পৃষ্ঠদেশ ভেদ করিয়া হৃদপিণ্ডে প্রবেশ করিয়াছে। অস্ত্রোপচারের প্রয়ােজনীয়তা দেখা দেওয়ায় তাঁহাকে রাত্রি ৯টায় খুলনায় লইয়া যাওয়া হয়। রাত্রি পৌনে ১১টার সময় আহত জনাব মিয়াজীকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হইয়াছে।
রাত্রি পৌনে ১টার খবর: জনাব মিয়াজীর দেহে সফল অস্ত্রেপাচার করিয়া গুলি বাহির করা হইয়াছে। তিনি বিপদমুক্ত।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৫ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত