You dont have javascript enabled! Please enable it! 1975.02.05 | ৫৭ কোটি টাকার ঋণপত্র ছাড়া হইবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

৫৭ কোটি টাকার ঋণপত্র ছাড়া হইবে

সরকার ৫৭ কোটি ৩ লক্ষ টাকার ঋণপত্র বিক্রয়ের জন্য ছাড়িবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাঙ্কের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়। এই ঋণপত্রে বার্ষিক সুদের হার শতকরা ৭ ভাগ। ৭ই ফেব্রুয়ারী (শুক্রবার) হইতে ১০ই ফেব্রুয়ারী (সােমবার) পর্যন্ত ব্যাকিং সময়ে এই ঋণপত্র বিক্রয় হইবে। লক্ষ্যমাত্রার অর্থ সংগৃহীত হইলে নির্ধারিত সর্বশেষ সময়সীমার পূর্বেই ঋণপত্র বিক্রয় বন্ধ হইয়া যাইবে। বিপিআই পরিবেশিত খবরে বলা হয় যে, বাংলাদেশ ব্যাঙ্কের ঢাকাস্থ সরকারী ঋণ অফিস হইতে ট্রেজারী বিল ক্রয়ের আবেদনপত্র পাওয়া যাইবে। আগ্রহশীল ক্রেতারা যে পরিমাণ অর্থের লিখিত মূল্যের ট্রেজারী বিল ক্রয় করিবেন, সেই অঙ্ক এবং মনােনীত ব্যক্তির নাম লিখিয়া আবেদনপত্র স্ব স্ব ব্যাঙ্কারের মাধ্যমে দাখিল করিবেন। ব্যাঙ্কগুলি ট্রেজারী বিলের মূল্যসহ আবেদনপত্র ঢাকাস্থ বাংলাদেশ ব্যাঙ্কে প্রেরণ করিবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৫ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত