৪৬টি দেশের সহিত ইইসি’র সাহায্য ও বাণিজ্যিক সমঝােতা
ব্রুসেলস, ১লা ফেব্রুয়ারি (ইউ, পি, আই)-ইউরােপীয় সাধারণ বাজারের দেশসমূহের সহিত আফ্রিকা, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার ৪৬টি দেশ সাহায্য ও বাণিজের ব্যাপারে পাঁচ বৎসরের মেয়াদে এক চুক্তি সম্পাদনের প্রশ্নে মতৈক্যে উপনীত হইয়াছে।
সারারত একটানা আলােচনার সহিত শিল্পোন্নত দেশসমূহের এই ধরনের সুদুরপ্রসারী সাহায্য ও বাণিজ্যিক ব্যবস্থা এই প্রথম।
আফ্রিকান, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার অধিকাংশ দেশই অত্যন্ত দরিদ্র। সাধারণ বাজারের সহিত সংশ্লিষ্ট মহল বলেন যে, এই চুক্তির ফলে তাহারা লাভবান হইবেন।
চুক্তিটি আগামী ২৮শে ফেব্রুয়ারি তারিখে রােমে স্বাক্ষরিত হইবে।
তিন সপ্তাহব্যাপী উভয় পক্ষের মধ্যে আলােচনা অনুষ্ঠিত হয়। শেষ পর্যায়ে একটানা ২৪ঘণ্টা অধিবেশন চলার পর আজ সকালে উভয় পক্ষের মধ্যে মতৈক্য প্রতিষ্ঠিত হয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত