You dont have javascript enabled! Please enable it! 1975.02.03 | বিশেষ সাক্ষাৎকারে বিশ্বব্যাঙ্ক প্রতিনিধি বলেন নির্মাণাধীন প্রকল্পের কাজ যথাশীঘ্র সমাপ্ত করা প্রয়ােজন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বিশেষ সাক্ষাৎকারে বিশ্বব্যাঙ্ক প্রতিনিধি বলেন
নির্মাণাধীন প্রকল্পের কাজ যথাশীঘ্র সমাপ্ত করা প্রয়ােজন

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং বিশ্বের সর্বত্র বিরাজমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন নির্মাণাধীন প্রকল্পের কাজ যথাশীঘ্র সম্ভব সমাপ্ত করা উচিত বলিয়া বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাঙ্কের নূতন আবাসিক প্রতিনিধি মি: লিওনার্ড ওয়েস মত প্রকাশ করিয়াছেন।
এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, নির্মাণকাজ সম্পন্ন না করা হইলে বিভিন্ন সংস্থার সাহায্যের ‘পাইপলাইন’ই যে শুধু বন্ধ হওয়অর আশংকা রহিয়াছে তাহা নহে, বরং আন্তর্জাতিক বাজার হইতে ক্রমবর্ধমান মূল্যে সরঞ্জামাদি ক্রয়ে মারাত্মক অসুবিধার সৃষ্টি হইতে পারে।
এক প্রশ্নের জবাবে মি: ওয়েস বলেন যে, বাংলাদেশ সংকট কাটাইয়া উঠতে পারিবে বলিয়া তিনি আশাবাদী। এই সংকট উত্তরণের প্রক্রিয়ায় শরিক হইতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত