সারের অভাব হইবে না
রবিবার এনা জানান যে, বর্তমানে দেশে মওজুদ ৬১ হাজার টনেরও বেশি সার এবং আমদানীর মাধ্যমে দেশে আসিয়া পৌছিবার পথে ৭৫ হাজার টন সার মিলাইয়া চলতি বৎসর দেশে বােরাে, আউশ ও আলু ফসলের সুষম ফলন নিশ্চিত করিবার মতাে যথেষ্ট ইউরিয়া সার রহিয়াছে। আউশ, বােরাে ও আলুতে ১ লক্ষ ৪ হাজার টন সার প্রদান করিতে হইত।
কৃষিমন্ত্রণালয়ের সহিত ঘনিষ্ঠ সূত্র জানান যে, আউশ ধানের চাষ শুরু হইবার সময় পর্যন্ত চাষাধীনে আনীত অতিরিক্ত জমির জন্যও সার সরবরাহ নিশ্চিত করার মতাে পর্যাপ্ত সার পাওয়া যাইবে।
সূত্রগুলাে উল্লেখ করেন যে, বিদেশ হইতে সার ক্রয়ের জন্য সরকারের সময়ােচিত উদ্যোগের ফলে উত্তম ফলনের সম্ভাবনা বৃদ্ধি পাইয়াছে এবং বােরাে চাষ শুরু হওয়ার সময় হইতেই অতি প্রয়ােজনীয় সার সরবরাহ নিশ্চিত করা সম্ভব হইবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত