নতুন সমাজ গঠনে আত্মনিয়ােগ করুন-মােশতাক
আশুগঞ্জ, ২রা ফেব্রুয়ারি (বাসস)-বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব সূচনার মাধ্যমে জনগণের উপর অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালন এবং দুনীর্তি ও শােষণমুক্ত এক নব্য সমাজের ভিত্তি রচনার কাজে আত্মনিয়ােগ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাইয়াছেন।
গতকাল অপরাহ্নে এখানে একটি সেচপ্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়ােজিত এক জনসমাবেশে ভাষণদানকালে মন্ত্রী বলেন যে, দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য অর্জনের সম্ভাবনাময় শক্তি হিসাবে জনগণকে অবশ্যই নিজেদের সংগঠিত হইতে হইবে এবং কৃষিতে বিরাট অগ্রগতি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করিয়া যাইতে হইবে।
জনাব মােশতাক আহমদ বলেন, বিশ্বের বুকে মর্যাদা লইয়া বাচিতে হইলে জাতিকে অবশ্যই স্বনির্ভর হইতে হইবে। তিনি বলেন, আজ অবশ্যই আমাদিগকে ভিক্ষার জন্য হাত পাতিবার পরিবর্তে এই উর্বর সুন্দর দেশে সবুজবিপ্লব সাধনের জন্য দুইটি হাতকেই কাজে লাগাইতে হইবে।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত পানির সাহায্যে প্রথমপর্বে ৩০০০ একর জমি সেচের জন্য ৫ মাইল দীর্ঘ খালটির উদ্বোধন করা হয়। তথ্য ও বেতার প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দীন ঠাকুরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত