সশস্ত্র ব্যক্তিদের সহিত গুলি বিনিময়: ২ জন পুলিশসহ ৪ জন নিহিত
কুষ্টিয়া, ৩রা ফেব্রুয়ারি (নিজস্ব সংবাদদাতার তার)– গতকাল মীরপুর থানাধীন কাকলিদাহ ইক্ষু ক্রয়কেন্দ্রে পুলিশ ও সশস্ত্র ব্যক্তিদের মধ্যে গুলি বিনিময়ের ফলে ২ জন পুলিশ ও ২ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়।
কুষ্টিয়ার ডেপুটি কমিশনার এই প্রতিনিধিকে জানান যে, কাকলিদাহ ক্রয়কেন্দ্রে ইক্ষুচাষীদের পাওনা টাকা মিটাইয়া ফিরিবার পথে ১৭জন পুলিশ আকস্মিকভাবে সশস্ত্র ব্যক্তিদেরু দ্বারা আক্রান্ত হয়। ফলে ২ জন পুলিশ নিহত এবং ১ জন পুলিশ মারাত্মকভাবে আহত হন। সশস্ত্র ব্যক্তিরা পুলিশের নিকট হইতে ১১টি রাইফেল এবং ১টি পিস্তল ছিনাইয়া লয়। অমলাক্যাম্প হইতে রক্ষীবাহিনী আসা পর্যন্ত পুলিশেরা ১টি এল এমজির সাহায্যে গুলি বিনিময় অব্যাহত রাখে। রক্ষীবাহিনী আসিয়া পুলিশের সহিত যােগ দিলে ২ জন চরণপন্থী নিহত হয়। পুলিশ ও রক্ষীবাহিনী যৌথ অভিযান চালাইয়া ৩০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করিয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৪ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত