You dont have javascript enabled! Please enable it! 1975.02.04 | বঙ্গবন্ধুর প্রতি বিদেশী নেতৃবন্দের অভিনন্দন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর প্রতি বিদেশী নেতৃবন্দের অভিনন্দন

রাষ্ট্রপতির পদে দায়িত্ব গ্রহণ উপলক্ষে অভিনন্দন জানাইয়া বিশ্বের বিভিন্ন দেশের আরও কয়েকজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট বার্তা প্রেরণ করিয়াছেন বলিয়া বাসস জানান।
বার্তায় তাঁহারা আশা প্রকাশ করেন যে, বঙ্গবন্ধুর নেতৃত্বাধীনে বাংলাদেশ অর্থনৈতিক সামাজিক অগ্রগতি অর্জন করিতে সমর্থ হইবে। পশ্চিম জার্মানীর প্রেসিডেন্ট মি, ওয়ান্টার শীল, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মি. উইলিয়াম গােপালওয়ালা বঙ্গবন্ধুকে অভিনন্দন জানান। মি: শীল বলেন, “বাংলাদেশের রাষ্ট্রপতির পদে আপনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে আমি আমার নিজের ও জার্মাণ জনগণের পক্ষ হইতে অভিনন্দন জানাইতেছি। আপনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং শান্তি লাভ করুক, ইহাই কামনা করি।”
শ্রীলঙ্কার জনগণ ও সরকারের পক্ষ হইতে বঙ্গবন্ধুকে অভিনন্দন জানাইয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন যে, শ্রীলঙ্কা বা বাংলাদেশের মধ্যে মৈত্রী সম্পর্ক আরও বৃদ্ধি পাইবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৪ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত