You dont have javascript enabled! Please enable it! 1975.02.04 | ঘন কুয়াশায় মারাত্মক সড়ক দুর্ঘটনা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

ঘন কুয়াশায় মারাত্মক সড়ক দুর্ঘটনা

চলতি সপ্তাহের তৃতীয় সড়ক দুর্ঘটনা ঘটিয়াছে গতকাল (সােমবার) সকালে ঢাকা-আরিচা সড়কে। এ দুর্ঘটনা মারাত্মক। মুখােমুখি দুইটি বাস ধাক্কা খাইয়া চূর্ণবিচূর্ণ হইয়াছে এবং দুর্ঘটনা কবলিত বাস দুইটির উপর একে একে ধাক্কা খাইয়াছে আরও দুইটি বাস এবং একটি ট্রাক। সবগুলি গাড়ীই ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হইয়াছে। দুর্ঘটনায় ঘটনার বিবরণে প্রকাশ, নিহত হইয়াছেন একজন যাত্রী, আহত হইয়াছেন আরও ৩৫ জন। আহতদের ১৩ জনকে সােহরাওয়ার্দী হাসপাতালে এবং ১২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হইয়াছে।
দুর্ঘটনাস্থলটি সাভারের কর্ণপাড়া ব্রীজের ঢালুতে। কুয়াশার আবরণে ঢাকা ভােরে এই রাস্তায় যানবাহন চলাচলে যতখানি সতর্কতা অবলম্বন করা উচিত ততখানি সতর্কতার অভাবই এই দুর্ঘটনার কারণ বলিয়া যাত্রীদের অভিমত।
ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল সকাল ৬টায় জেরিনা এক্সপ্রেসের একটি সুপিরিয়র বাস। অকুস্থলে একটি বড় গাছের সাথে বীককা যায়। দুর্ঘটনার সময় ছিল সকাল ৬-৩৪ মিনেট।
আরিচা হইতে আর একটি সাধারণ বাস (ঢাকা-জ-৪৪৯২) ঢাকার দিকে আসিতেছিল। রাস্তা ছিল ঘন কুয়াশায় আবৃত। ব্রীজটি ছিল অসম্ভব রকমের খাড়া এবং দুইটি গাড়ীই ছিল যথেষ্ট দ্রুতগতিসম্পন্ন। ফলে কর্ণপাড়া ব্রীজের ঢালুতেই দুইটি গাড়ীর সংঘর্ষ ঘটে। ঘটনার আকস্মিকতায় দুইটি গাড়ীর কোনটিই পাশ কাটাইতে পারে নাই। আরিচাগামী কোচটির পিছনে পিছনে আর একটি ট্রাক (ঢাকা-জ-৬৫৩০) এবং দুইটি বি, আর, টি, সি বাস আসিতেছিল। কর্ণপাড়া ব্রীজের ঢালে ঐ তিনটি গাড়ীও একে একে দুর্ঘটনা কবলিত হইয়া পড়ে। প্রথমে ট্রাকটি ধাক্কা দেয় কোচটিকে তারপর বিআরটিসি বাসটি ধাক্কা দেয় ট্রাকটিকে এবং সবশেষে সর্বশেষ বিআরটিসি বাসটি ধাক্কা খায় পিছনের বাসটিতে। বিআরটিসি বাস দুইটির যাত্রীদের কেহ বিশেষ আহত হয়। নাই তবে বাস দুইটির মারাত্মক ক্ষতি হইয়াছে।
দুর্ঘটনার খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মুখােমুখি সংঘর্ষে পতিত কোচ ও বাস এবং ট্রাকটিকে আটক করে। গাড়িগুলির চালকদের সন্ধান পাওয়া যার নাই।
দুর্ঘটনার পর পরই আহতদের ঢাকায় আনা হয়। ইহাদের মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত কাদের মিয়া ভর্তি হওয়ার কয়েক মিনিট পরেই মারা যায়।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ৪ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত