সূতা বন্টনে নয়া ব্যবস্থা
সরকার আমদানীকৃত ও স্থানীয় মিলে প্রস্তুত সূতার বন্টন ব্যবস্থা সম্পর্কে পর্যালােচনা করিয়াছেন এবং সুতার আরও মূল্য হ্রাস এবং উহার বিক্রয় ত্বরান্বিত করার ব্যাপারে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন বলিয়া গতকাল (শুক্রবার) এই সরকারী তথ্য বিবরণীতে বলা হয়।
সুতা বন্টনে
সিদ্ধান্তগুলি হইতেছে নিম্নরূপ:
১. টিসিবি হইতে যে পরিমাণ সুতাই তােলা হউক না কেন সুতা সরবরারাহকারী সকল অনুমােদিত সংস্থা, যেমন বিসিক ও জাতীয় সমবায় মার্কেটিং সােসাইটি লিমিটেড এবং ডেপুটি কমিশনার ও মহকুমা প্রশাসকগণ কর্তৃক নিযুক্ত ডিলারদের স্থানীয় মিলের প্রস্তুত সুতা উহার দ্বিগুণ পরিমাণে দেওয়া হইবে। অর্থাৎ, টি, সি, বি হইতে এক বেল সুতা তুলিলে বস্ত্র শিল্প সংস্থা হইতে এইসব এজেন্সি দুই বেল সুতা পাইবে।
২.প্রথমত: টি সি বি হইতে সুতা না নিলে কোন এজেন্সি বা ট্রেডারকে কোন সুতা দেওয়া হইবে না।
৩.বৈধ লাইসেন্সপ্রাপ্ত সুতা ব্যবসায়ীদের ক্ষেত্রেও অনুরূপ ব্যবস্থা গৃহীত হইবে। সুতা ব্যবসায়ীদের এখন আমদানীকৃত ও দেশীয় উভয় ধরনের সুতার বিশেষ পারমিটের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পরিবর্তে টিসিবি-র চেয়ারম্যানের নিকট দরখাস্ত পেশ করিতে হইবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত