You dont have javascript enabled! Please enable it!

আইটিইউ শীঘ্রই ৪টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করিবে

আন্তর্জাতিক টেলিযােগাযােগ ইউনিয়নের সেক্রেটারী জেনারেল মি: এম মিলি বলেন যে, তাঁহার ইউনিয়ন শীঘ্রই বাংলাদেশে ৪টি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করিবে।
পাঁচ দিনব্যাপী সফর শেষে গতকল্য (শুক্রবার) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে আয়ােজিত এক সাংবাদিক সম্মেলনে মি: মিলি এই তথ্য প্রকাশ করেন। মি: মিলি বলেন যে, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহিত সাক্ষাৎ করিয়া তিনি মুগ্ধ হইয়াছেন।
তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ ও এই অঞ্চলের টেলিযােগাযােগ উন্নয়নের ব্যাপারে বঙ্গবন্ধুর মধ্যে যে উৎসাহ দেখিতে পাইয়াছেন উহাই মি: মিলিকে বিমুগ্ধ করিয়াছে।

সর্বশেষ
(দক্ষিণ পশ্চিম আফ্রিকা) হইতে দক্ষিণ আফ্রিকার বেআইনী প্রশাসন প্রত্যাহারের মাধ্যমে স্বাধীন। নামিবিয়া স্থাপনের পথ খুলিয়া দেওয়ার আহ্বান জানাইয়াছেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!