বাস্তব দৃষ্টিভঙ্গী লইয়া পদক্ষেপ গ্রহণ করুন
উপ-রাষ্ট্রপতি : উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের লক্ষ্য জনগণের অর্থনৈতিক সমস্যার সমাধান ও শােষণমুক্ত সমাজগঠনের বাস্তবানুগ পদক্ষেপ গ্রহণ করা।
উপ-রাষ্ট্রপতি গতকাল (শনিবার সকালে সচিবালয়ের সম্মেলনকক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পরিকল্পনা কমিশনের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিতেছিলেন বলিয়া বাসস, এনা ও বি পি আই জানান।
তিনি পরিকল্পনাবিদদের বাস্তব দৃষ্টিভঙ্গী লইয়া অর্থনৈতিক পরিস্থিতি পর্যালােচনা ও ব্যাখ্যা করিতে আহ্বান জানান এবং জনগণের কল্যাণ নিশ্চিত ও অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। পরিকল্পনাবিদদের আশু দায়িত্বের কথা উল্লেখ করিয়া সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, খাদ্যে স্বনির্ভরতা অর্জন, মূল্য স্থিতিশীল রাখাও সকল পণ্য প্রবাহ চালু রাখা জাতীয় দায়িত্ব।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত