দক্ষ জনশক্তি সৃষ্টির জন্য শিক্ষার মান উন্নয়ন অত্যাবশ্যক-শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী অধ্যাপক মােজাফফর আহমদ চৌধুরী বলেন যে, দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতির চ্যালেঞ্জ মােকাবিলায় প্রয়ােজনে ব্যাপক দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তি সৃষ্টির জন্য শিক্ষার মান উন্নয়ন অত্যাবশ্যক।
বার্তা সংস্থাসমূহের খবরে উল্লেখ করা হয় যে, শিক্ষামন্ত্রী গতকাল (শনিবার) জনশিক্ষা পরিদফতরের কর্মকর্তাদের উদ্দেশ্যে শিক্ষা সম্প্রসারণ কর্মসূচীর পরিবর্তে গুণগত দিক দিয়া শিক্ষার উৎকর্ষ সাধনের বিষয়টির উপর সর্বোচ্চ অগ্রাধিকার দানের জন্য শিক্ষাবিদ ও শিক্ষার সহিত সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অধ্যাপক চৌধুরী অর্থনীতির সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নের স্বার্থে দক্ষ জনশক্তির এক বিরাট সেনাদল সৃষ্টির জন্য বৃত্তিজীবী শিক্ষার উপরও বিশেষ গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন যে, আমাদের অর্থনীতি কৃষিভিত্তিক বিধায় সমগ্র শিক্ষা ব্যবস্থাকে ইহার উন্নয়নকেন্দ্রিক করিতে হইবে।
অধ্যাপক চৌধুরী গুণগত শিক্ষার প্রধান শর্ত হিসাবে শিক্ষকদের প্রশিক্ষণ দানের উপরও বিশেষ জোর দেন। তিনি বলেন যে, ‘ভাল শিক্ষক ছাড়া আমরা ভাল ছাত্র আশা করিতে পারি না।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ ফেব্রুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত