You dont have javascript enabled! Please enable it! 1975.01.31 | আমীর শাহী প্রতিনিধি | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

আমীর শাহী প্রতিনিধি

বাসসর এক খবরে বলা হয় যে সম্মিলিত আরব আমীর শাহীর এক উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থনৈতিক মিশন শীঘ্রই বাংলাদেশ সফর করবেন বলে আমা করা যাচ্ছে। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবুধাবী সফরকালে তিনি ও শেখ জায়েদ বিন সুলতান আল নাহয়ান যে চুক্তিতে উপনীত হন, উক্ত চুক্তি অনুসরণে এই প্রতিনিধিদল সফরে আসছেন।
ওয়াকিফহাল মহল জানান যে দু নেতার মধ্যকার চুক্তিতে আমীর শাহীর আর্থিক সহযােগিতায় বাংলাদেশে কয়েকটি প্রকল্প বাস্তবায়নসহ দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযােগিতার বিভিন্ন দিক অন্তভুক্ত রয়েছে।আমীর শাহী সরকারের গভীরভাবে পর্যালােচনাধীন এসব প্রকল্পের মধ্যে রয়েছে চুনাপাথর আহরণ, জয়পুরহাটে সিমেন্ট কারখানা ও চট্টগ্রামে সার কারখানা স্থাপন দেশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ ট্রান্সিমিশন লাইন বসানাে।

সূত্র: দৈনিক বাংলা, ৩১ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত