You dont have javascript enabled! Please enable it! 1975.01.31 | বঙ্গবন্ধুর প্রতি সুইজারল্যান্ড প্রেসিডেন্টের অভিনন্দন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর প্রতি সুইজারল্যান্ড প্রেসিডেন্টের অভিনন্দন

বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট মি: পিয়িরে গ্রেবার অভিনন্দন বাণী পাঠিয়েছেন।
বাসসর খবর: মি: গ্রেবার তার বাণীতে বঙ্গবন্ধুর ব্যক্তিগত কুশল এবং এই বিরাট ও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

বঙ্গবন্ধুর প্রতি
পিতা রাজনৈতিক পরিবর্তনের যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন সেজন্য তারা তাকে অভিনন্দন জানান ও মাল্যভূষিত করেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎ করে তাতে মাল্যভূমিত করেন ও তার দোয়া প্রার্থনা করেন। সংগঠনের সভাতি ও বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক দলটির নেতৃত্ব করেন।
জাতির জনককে অভিনন্দন জ্ঞাপনের জন্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, বাগেরহাট জেলা আওয়ামী লীগ, নােয়াখালী জেলা আওয়ামী লীগ, আদমজী জুট মিলস, ঢাকা নগর ঠিকাদার সমিতির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মেডিক্যাল এসােসিয়েশনের কার্যকর্তাগণ ও গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সূত্র: দৈনিক বাংলা, ৩১ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত