গাইবান্ধায় জলসেচের নতুন কৌশল উদ্ভাবন
শস্যের মাঠে জলসেচের জন্য দেশে দক্ষ কারিগরি জ্ঞানসম্পন্ন শ্রমিকেরও অভাব রয়েছে। এসব ছাড়াও সারা বিশ্বজুড়ে রয়েছে তেল সংকট।
তাই এ পরিস্থিতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি কল্পে সরকারী উদ্যোগ প্রচেষ্টার সাথে সাথে দেশজ যে কোন ধরনের সুযােগ সুবিধা বা কলাকৌশল কাজে লাগানাের উদ্যমকে জোদার করা দরকার। হস্তচালিত নলকূপ দিয়ে জলসেচের এমন একটা চালিত নলকূপ দিয়ে নতুন কৌশলে জলসেচ করার ব্যবস্থা দেখতে পান। এ নতুন কৌশলে হস্তচালিত দুটা সাধারণ নলকূপকে পদচালিত দুটো সাধারণ নলকূপকে পদচালিত নলকূপকে রূপান্তরিত করা হয়েছে এবং এর গতি বাড়ানাের জন্য নতুন ব্যবস্থাপনায় একটা গাড়ীর চাকা জুড়ে দেওয়া হয়েছে। এ নয়া কৌশলে তেল, বিদ্যুৎ বা বিশেষ কারিগরি জ্ঞান ছাড়াই বছরে ২ একর জমিতে জলসেচ করা সম্ভব। এ ধরনের কৌশলের আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, এর ফলে বহু অদক্ষ ক্ষেত মজুরের কর্ম সংস্থাপনের ব্যবস্থা হবে।
প্রতিমন্ত্রী জনাব আবদুল মােমিন তালুকদার এ নয়া কৌশলটির আরও উন্নতি সাধন করে, বাণিজ্য ভিত্তিতে এর নির্মাণ কাজ শুরুর জন্য কুমিল্লার সমবায় কারখানাকে অনুরােধ জানিয়েছেন।
সূত্র: দৈনিক বাংলা, ৩০ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত