আর্জেন্টিনা ৪ লাখ ৭০ হাজার ডলার সাহায্য দিচ্ছে
বুয়েনস এয়ারস, ২৯শে জানুয়ারি লাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা খরা ও বন্যা মােকাবিলা করার জন্যে বাংলাদেশ সেনেগাল ও মালিকে ৬ লাখ ৫০ হাজার ডলার সাহায্য মঞ্জুর করেছেন।
এই অর্থ আর্জিন্টিনা থেকে গম, চাল ও সরগম কেনার ব্যয় হবে। এই সাহায্যের মধ্যে বাংলাদেশই পেয়েছে সবচে বেশি। বাংলাদেশকে ৪ লাখ ৭০ হাজার ডলার মঞ্জুর করা হয়েছে। এই অর্থ দিয়ে বাংলাদেশ আর্জেন্টিনা থেকে ৫ হাজার টন গম ও ৫শ টন চাল কিনতে পারবে।
সূত্র: দৈনিক বাংলা, ৩০ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত