You dont have javascript enabled! Please enable it!

সুতী কাপড়ের মূল্যহ্রাস

গত সপ্তাহে ঢাকার বাজারে সুতী পণ্যের খুচরা মূল্য শতকরা ৫ থেকে ৭ ভাগ হ্রাস পেয়েছে বলে বুধবার এনা জানিয়েছে।
বস্ত্র ব্যবসায়ীরা মনে করেন যে কাপড়ের মূল্য আরােহাস পাবে।
মিলে তৈরি কাপড়ের দাম প্রায় ৪ থেকে ৫ ভাগ ও হস্তচালিত তাঁতের কাপড়ের দাম প্রায় ৭ ভাগ হ্রাস পেয়েছে।
ব্যবসায়ীরা জানান যে সরকার কর্তৃক হ্রাসকৃত মূল্যে মিলের কাপড় এখনাে সম্পূর্ণরূপে বাজারজাত করা হয়নি। হস্তচালিত তাঁত শিল্পে কাপড় ও সুতাের মূল্য হ্রাস করবে সরকারী নীতির আস্থা রাখার জন্য জনগণকে আহ্বান জানান।

মূল্যহ্রাস
বাবুরহাট ও নরসিংদীর পাইকারী বাজারে হস্তচালিত তাঁতের কাপড়েও দাম এ সপ্তাহে শতকরা ১৫ ভাগ হ্রাস পেয়েছে। এসব বাজারে ক্রেতার সংখ্যা কম ও ব্যবসা মন্দা। ফলে গরীব তাঁতীরা কম দামে কাপড় বিক্রি করতে বাধ্য হচ্ছে।[

সূত্র: দৈনিক বাংলা, ৩০ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!