গণভবন হবে নয়া রাষ্ট্রপতি ভবন
এনার খবরে বলা হয়, শেরে বাংলা নগরস্থ গণভবন নয়া রাষ্ট্রপতি ভবন রূপে ব্যবহৃত হবে বলে জানা গেছে।
এখানে উল্লেখ করা যেতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাব গত কয়েক মাস যাবৎ শেরে বাংলা নগরস্থ গণভবন তার সরকারি বাসভবনরূপে ব্যবহার করে আসছিলেন। বঙ্গভবন এতদিন ধরে যা রাষ্ট্রপতির অতিথি ভবনে রূপান্তরিত হতে পারে।
রমনা পার্কের নিকটে সাবেক গণভবন এখন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সরকারি বাসভবনে পরিণত হবে।
বর্তমান রাষ্ট্রীয় অতিথি ভবন নয়া প্রধানমন্ত্রী জনাব এম মুনসুর আলীর নয়া সরকারি বাসভবন হবে।
সূত্র: দৈনিক বাংলা, ২৭ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত