You dont have javascript enabled! Please enable it!

ক্যাপ্টেন আলতাফ হােসেন গ্রেফতার

গুপ্তহত্যা, ডাকাতি ও রাহাজানিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত থাকার অভিযােগ পুলিশ ক্যাপ্টেন আলতাফ হােসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। | পুলিশ কন্ট্রোলরুম সূত্রে বলা হয়েছে ধৃত ক্যাপ্টেন আলতাফ ২০টিরও বেশি গুপ্তহতার সাথে জড়িত ছিল। এই সাথে বহু ডাকাতি, রাজাহানি, লুটতরাজ ও অগ্নিসংযােগ করে খুলনা, বরিশাল, পটুয়াখালী ও সুন্দরবন অঞ্চলের জনমনে সে ত্রাসের সঞ্চার করে তুলেছিল। বন বিভাগ ও আইন। প্রয়ােগকারী সংস্থার কিছু ফাঁড়িও এই দুবৃত্তদলের হামলার শিকার হয়।
ধৃত আলতাফ হােসেন স্বাধীনতা উত্তরকালে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনার জন্য উল্লেখিত এলাকা সমূহে অপরাধী ও দুষ্কৃতিকারীদের সমন্বয়ে একটি সন্ত্রাসবাদীদল গঠন ও পরিচালনা করে। উক্ত আলতাফ হােসেন সর্বহারা পার্টি’র নাম করে বলে পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সূত্র: দৈনিক বাংলা, ২৭ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!