দফতর বণ্টন
রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রােববার উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন করেছেন।
বাসসর খবরে প্রকাশ, রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে রেখেছেন: (১) রাষ্ট্রপতির সবিচালয়: (ক) মন্ত্রিপরিষদ বিভাগ, (খ) সংস্থাপন বিভাগ, (গ) রাষ্ট্রপতির বিভাগ এবং (২) প্রতিরক্ষা দফতর।
উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে পরিকল্পনা দফতর ও পরিকল্পনা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলীকে স্বরাষ্ট্র দফতর, যােগাযােগ দফতর, রেলওয়ে বিভাগ, সড়ক পরিবহণ, জনপথ ও সমুদ্র বন্দর বিভাগ, ডাক, তার ও টেলিযােগাযােগ দফতর এবং জাহাজ, আইডব্লিউটি ও বিমান চলাচল দফতর দেওয়া হয়েছে।
মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিম্নোক্ত দফতরগুলাে দেওয়া হয়েছে:
খন্দকার মােশতাক আহমদ-বাণিজ্য দফতর (ক) বৈদেশিক বাণিজ্য বিভাগ, (খ) অভ্যন্তরীণ বাণিজ্য বিভাগ। প্রতিমন্ত্রী দেওয়ান ফরিদ গাজী – অভ্যন্তরীণ বাণিজ্য, (চা বাের্ড, ভােগ্যপণ্য সংস্থা, বীমা ও পর্যটনসহ)। জনাব এ এইচ এম কামরুজ্জামান-শিল্প দফতর (ক) শিল্প বিভাগ, (খ) রাষ্ট্রায়ত্ত শিল্প। বিভাগ।
প্রতিমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী-শিল্প বিভাগ। মুহম্মদুল্লাহ-ভূমি প্রশাসন ও ভূমি সংস্করণ দফতর। জনাব আবদুস সামাদ আহমদ-কৃষি দফতর।
অধ্যাপক মাে: ইউসুফ আলী- (১) শ্রম ও সমাজকল্যাণ দফতর,, (২) সংস্কৃতি বিষয়ক ও ক্রীড়া বিভাগ।
শ্রী ফনি মজুমদার-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় দফতর।
প্রতিমন্ত্রী জনাব আবদুর মমিন তালুকদার- (ক) স্থানীয় সরকার বিভাগ, (খ) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।। জনাব মােহাম্মদ সােহরাব হােসেন: পূর্ত, গৃহনির্মাণ ও শহর উন্নয়ন দফতর (ক) পূর্ত ও গৃহনির্মাণ বিভাগ, (খ) শহর উন্নয়ন বিভাগ।
জনাব আবদুল মান্নান: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতর (ক) স্বাস্থ্য বিভাগ, (খ) পরিবার পরিকল্পনা বিভাগ।
জনাব আবদুর রব সেরনিয়াবাত: (১) বন্যা নিয়ন্ত্রণ, পানি উন্নয়ন ও বিদ্যুৎ দফতর, (ক) বন্যা নিয়ন্ত্রণ ও পানি উন্নয়ন বিভাগ, (খ) বিদ্যুৎ বিভাগ, (২) বন, মৎস্য ও গবাদি পশু দফতর।
প্রতিমন্ত্রী জনাব রিয়াজউদ্দিন আহমদ: বন, মৎস্য ও পশুপালন দফতর।
শ্রী মনােরঞ্জন ধর: আইন, সংসদ বিষয়ক ও বিচার দফতর, (ক) আইন ও সংসদ বিষয়ক বিভাগ, (খ) বিচার বিভাগ।
জনাব আবদুল মােমেন: (১) খাদ্য ও বেসামরিক সরবরাহ দফতর, (২) ত্রাণ ও পুনর্বাসন দফতর।
তিমন্ত্রী ডা: ক্ষিতিশ চন্দ্র মন্ডল: ত্রাণ ও পুনর্বাসন দফতর।
জনাব আসাদুজ্জামান খান: পাট দফতর (ক) পাট বিভাগ, (খ) পাট শিল্প বিভাগ।
প্রতিমন্ত্রী জনাব মােসলেম উদ্দিন খান: পাট দফতর।
জনাব এম কোরবান আলী: তথ্য ও বেতার দফতর।
প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর: তথ্য ও বেতার দফতর।
ড: আজিজুর রহমান মল্লিক: অর্থ দফতর।
ড: মুজাফফর আহমদ চৌধুরী: শিক্ষা এবং বৈজ্ঞানিক, কারিগরী গবেষণা ও আনবিক শক্তি। (ক) শিক্ষা বিভাগ, (খ) বৈজ্ঞানিক কারিগরী গবেষণা ও আনবিকশক্তি বিভাগ।
প্রতিমন্ত্রী জনাব মাে: নুরুল ইসলাম মঞ্জুর: যােগাযােগ দফতর।
প্রতিমন্ত্রী কে এম ওবায়দুর রহমান: ডাক, তার ও টেলিযােগাযােগ দফতর।
ড: কামাল হােসেন কার্যভার গ্রহণ না করা পর্যন্ত পররাষ্ট্র দফতর এবং পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ দফতর মাননীয় রাষ্ট্রপতির দায়িত্বাধীন থাকবে।
উপরােক্ত দফতর/বিভাগের অতিরিক্ত যে কোন দফতর/বিভাগ মাননীয় রাষ্ট্রপতির দায়িত্বরত থাকবে।
সূত্র: দৈনিক বাংলা, ২৭ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত