দুষ্কৃতিকারীদের তৎপরতা আর চলতে দেওয়া হবে না: মুশতাক
বারকোটা (কুমিল্লা), ২৬শে জানুয়ারি (এবং)-মন্ত্রী পরিষদের প্রবীণ সদস্য খােন্দকার মুশতাক আহমদ আজ এই মর্মে আশা প্রকাশ করেন যে রাজনৈতিক পদ্ধতিতে নতুন পরিবর্তন বাংলাদেশের সংগ্রামী জনতার দুঃখ-দুর্দশা মােচনে সাহায্য করবে।
বারকোরী হাইস্কুলের হেড মওলানা জনাব আবদুর রহমানের শিক্ষকতা থেকে অবসর গ্রহণ উপলক্ষে তাকে প্রদত্ত এক বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে খােন্দকার মােশতাক আহমদ এসব কথা বলেন।[১৫৪]
রাষ্ট্রপতির দ্বিতীয় কর্মব্যস্ত দিন যাপন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর গতকাল রােববার দ্বিতীয় দিনেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথ্যন্ত কর্মব্যস্ত সময় অতিবাহিত করেন।
সূত্র: দৈনিক বাংলা, ২৭ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত