You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধুর ঐতিহাসিক পদক্ষেপে দেশবাসীর স্বতঃস্ফূর্ত অভিনন্দন

দেশের সর্বত্র সকল শ্রেণীর মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতির পদ গ্রহণকে অভিনন্দন জানিয়েছে। বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি শাসিত সরকার গঠনের বলিষ্ঠ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন: বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব দেশকে প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। দেশের এই শাসনতান্ত্রিক পরিবর্তনকে জনগণের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ও সমরােচিত সিদ্ধান্ত বলে তারা মন্তব্য করেন।
রাজধানী ঢাকার সকল স্তরের জনগণ ও বিভিন্ন সংস্থা শােষিতের গণতন্ত্র কায়েমে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠনকে অভিনন্দন জানিয়েছে।
এনার খবরে বলা হয়: প্রেসিডেন্ট পদ্ধতির নয়া সরকারের প্রসিডেন্টের পদ গ্রহণ করায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পদক জনাব জিল্লুর রহমান গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানান।
জনাব জিল্লুর রহমান গতকাল এক বিবৃতিতে বলেন, দেশে শােষণমুক্ত সমাজ গঠনের জন্য বর্তমান পরিস্থিতিতে বঙ্গবন্ধু যথা সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
বিপিআইর খবরে বলা হয়: আফ্রো-এশীয় লেখক সমিতির সাধারণ সম্পাদক খােন্দকার মােহাম্মদ ইলিয়াস এক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধুর এ পদক্ষেপের ফলে জাতীয় স্বাধীনতা সুসংহত হবে এবং শােষিতের গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ একটা শােষণহীন সমাজ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে যাবে।

অভিনন্দন
বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জনাব বাদল রশিদ এক বিবৃতিতে বলেন, বঙ্গবন্ধুর এ পদক্ষেপের মাধ্যমেই দেশের সকল মানুষের জন্য শােষণহীন সমাজের পূর্ব বিকাশ ঘটবে।
বাসসর খবরে বলা হয়: গত শনিবার বাংলাদেশের ক্যুনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মােহাম্মদ ফরহাদ বলেন, জনগণের সত্যিকার গণতন্ত্র তথ্য শােষিত মানুষের গণতন্ত্র কায়েমের জন্যই এ পরিবর্তন সাধিত হয়েছে।
এছাড়ও পৃথক পৃথক বিবৃতিতে আওয়ামী লীগের কৃষি সম্পাদক, জাতীয় পাঠক লীগ, বাংলাদেশ ফেডারেশন অব লেবার, বাংলাদেশ মাদ্রাসা ছাত্র পরিষদ, ইসলামিক একাডেমীর গভর্নিং বডির সদস্য মওলানা আলহাজ্ব শেখ মাে: ওবায়দুল্লাহ, সৈয়দ বিন জালালাবাদী, মুসলিম শান্তি পরিষদের সেন্ট্রেটারী জেনারেল বঙ্গবন্ধুর বর্তমান পদক্ষেপকে অভিনন্দন জানিয়েছেন।
বাসস খবরে বলা হয়: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্তমান বৈজ্ঞানিক অবদানের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম ও সেক্রেটারিয়েট গতকাল বঙ্গবন্ধুকে অভিনন্দন জানায়। গতকাল সকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জনাব সৈয়দ আহমদের নেতৃত্বে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন তাকে অভিনন্দন জ্ঞাপন করেন।
এছাড়াও বিভিন্ন জেলার বিভিন্ন সংস্থা ও সকল স্তরের মানুষ শােষিতের গণতন্ত্র কায়েম বঙ্গবন্ধুর এ বলিষ্ঠ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
বরিশাল: বাসস ও খবর: দেশের কল্যাণ সাধনে শাসনতান্ত্রিক পরিবর্তনকে এ শহরের সকল দেশীয় মানুষ স্বাগত জানিয়েছে। বেতার ও খবর প্রচারের সাথে সাথে রাস্তার পাশের বেতারের সামনে স্বতঃস্ফূর্তভাবে জনতার ভিড় জমে ওঠে।
দেশে প্রেসিডেন্ট পদ্ধতির শাসন কায়েম করায় সিলেট জেলা আওয়ামী যুবলীগের সঝাপতি ও সাধারণ সম্পদক বঙ্গবন্ধুকে অভিনন্দন জানান।
খুলনা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্তমান সময়ােচিত পদক্ষেপকে খুলনা শিল্প ও বণিক সমিতির সভাপতি মীর্জা খায়বার হােসেন স্বাগত জানিয়েছেন বলে বাসস খবরে বলা হয়।
দিনাজপুর: বাসদের দিনাজপুর প্রতিনিধি প্রেরিত খবরে বলা হয়: প্রেসিডেন্ট পদ্ধতির সরকারকে দিনাজপুর জেলার সকল শ্রেণীর মানুষ স্বাগত জানিয়েছে। দেশের প্রেসিডেন্ট হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শপথ গ্রহণর খবর পাওয়ার পর জনগণ উল্লসিত হয়ে ওঠে।
সৈয়দ নজরুল ইসলাম : বাসস খবরে বলা হয় দেশের উপরাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় গতকাল সকল শ্রেণীর মানুষ সৈয়দ নজরুল ইসলামকে অভিনন্দন জ্ঞাপন করে।
প্রধানমন্ত্রীর অভিনন্দন : প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় গতকাল ঢাকা শহরের বিভিন্ন শ্রেণীর মানুষ জনাব মনসুর আলীকে অভিনন্দন জানান।

সূত্র: দৈনিক বাংলা, ২৭ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!