You dont have javascript enabled! Please enable it!

বেসরকারী খাতে ৫টি নয়া শিল্প ইউনিট হবে

শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে গতকাল ঢাকায় সচিবালয়ে পুঁজিবিনিয়ােগ বাের্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুটো ফার্মাসিউটিক্যাল ইউনিট, একটা চটকল যন্ত্রাংশ প্রস্তুতকরণ ইউনিট এবং একটা পেপার কনভার্টিং ও প্যাকেজিং ইউনিটসহ বেসরকারি খাতে ৫টা নয়া শিল্প ইউনিট মঞ্জুর করা হয়। গতকাল এক সরকারি হ্যান্ডআউটের বরাত দিয়ে বাসস এ খবর জানায়।
বাের্ড একটি চশমা ফ্রেমে প্রস্তুতকরণ ইউনিটের সমতা ও আধুনিকীকরণ স্কীমও অনুমােদন ও আধুনিকীকরণ স্কীমও অনুমােদন করে এবং বেসরকারি খাতে পুঁজিবিনিয়ােগ অগ্রগতি পর্যালােচনা করে।
শিল্প প্রতিমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, শিল্প ও অর্থমন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের পদস্থ কর্মচারীরাও বৈঠকে যােগদান করেন।

সূত্র: দৈনিক বাংলা, ২৩ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!