You dont have javascript enabled! Please enable it!

বরিশালে ২ লাখ ৮০ হাজার
একর জমিতে বােরাে চাষ

চলতি শীত মােসুমে বরিশাল জেলায় প্রায় ২ লাখ ৮০ হাজার একর জমিতে বােরাে ধানের চাষ হবে।
কর্তৃপক্ষ এ বছর এ পর্যন্ত ৬ হাজার ৩শটি বােরাে স্কীম অনুমােদন করেছেন ও ১৫শ পাওয়ার পাম্প কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া আরাে ৬ হাজার ৩শ পাওয়ার পাম্প বিতরণের পর্যায়ে রয়েছে।
জেলা কৃষি দফতরের এক সূত্র জানান, এ বছর এ জেলায় উন্নতজাতের ধান ইরি-৮ ও আমন চান্দিনা ব্যাপকভাবে চাষ করা হবে।
সিলেট: বিপিআইর খবরে বলা হয়, সবুজ বিপ্লবকে সফল করে তােলার উদ্দেশ্যে কৃষি উৎপাদন বাড়ানাের জন্যে সিলেটে ‘শাহ জালালের শ্যামল’ কর্মসূচীর অধীনে প্রায় ৮শ প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। বাঁধ নির্মাণ ও খাল খননও এসব প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।
ওই কর্মসূচীর অধীনে এ বছর প্রায় ২ লাখ একর জমিতে চাষ হবে।
কুমিল্লা: চলতি ইরি, বােরাে ধান ও শাকসবজির মরশুমে যাতে অধিক ফসলের ফলন হয় সে জন্যে কুমিল্লার সদর মহকুমার ‘সবুজ আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনকে বাস্তবে রূপ দেবার উদ্দেশ্যে কৃষকদের মধ্যে পাওয়ার পাম্প, সার ও অন্যান্য কৃষি সরঞ্জাম বিতরণের আশু পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সূত্র: দৈনিক বাংলা, ২৪ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!