You dont have javascript enabled! Please enable it! 1975.01.24 | আরও ৩৫টি পরিত্যক্ত শিল্প ইউনিট বিক্রয় | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

আরও ৩৫টি পরিত্যক্ত শিল্প ইউনিট বিক্রয়

পুঁজি প্রত্যাহার বাের্ড সর্বোচ্চ নীলাম ডাক প্রধানকারীকে ৩৫টি পরিত্যক্ত শিল্প ইউনিট বরাদ্দ করেছে। বৃহস্পতিবার বাের্ডের দ্বাদশ বৈঠকে ৪২টি পরিত্যক্ত শিল্প ইউনিটের পুঁজি, প্রত্যাহারের বিষয় বিবেচনা করে বাের্ড ৩৫টি ইউনিট সম্পর্কে ঐ সিদ্ধান্ত গ্রহণ করে।
বাসস-এর খবরে বলা হয়, উক্ত শিল্প ইউনিটগুলাে মােট ৭৫ লাখ ৮৫ হাজার ৭ শ ৩০ টাকায় বিক্রি করা হয়েছে।
শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বাের্ডের বৈঠকে অন্যান্যের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী, শিল্প সচিব (শিল্প ডিভিসন), বিসিক চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্ণর, বাংলাদেশ শিল্প ব্যাংকের নির্বাহী ডিরেক্টর এবং শিল্প ও সমবায় মন্ত্রণালয়ের অফিসার উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক বাংলা, ২৪ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত