You dont have javascript enabled! Please enable it!

এ যাবত ২২ লাখ মন ধান-চাল সংগ্রহ

দেশব্যাপী খাদ্যশস্য সংগ্রহে অভিযান শুরুর পর থেকে ১৯শে জানুয়ারি পর্যন্ত সরকার মােট ২০ লাখ ৩৬ হাজার ৮ শশা ৭৫ মন ধান এবং ১ লাখ ৭৫ হাজার ৫ শাে ৮২ মন চাল সংগ্রহ করেছেন। গত বছরের ১৫ই নভেম্বর খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
বিপিআইর খবরে বলা হয়, সরকারি সূত্রে জানাচ্ছে এ পর্যন্ত সংগৃহীত ধান-চাল কেবলমাত্র চালের হিসেবে ধরলে তার পরিমাণ দাঁড়াবে ৫৬ হাজার ৩ শাে ৩৩ টন।
ঐ সূত্র আরও বলা হয়, গত সপ্তাহে দেশব্যাপী চালের গড় পড়তা মূল্য ছিল ২১৬ টাকা আর সর্বনিম্ন মূল্য ছিল ১২০ টাকা মন। পটুয়াখালির বরগুনা দিনাজপুরের ঠাকুরগাও ও রংপুরের নীলফামারী থেকে চালের এ সর্বনিম্ন দলের খবর পাওয়া গেছে।

সূত্র: দৈনিক বাংলা, ২২ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!