রুল জারী সংসদ সদস্যা ও এসডিওর উপর সুপ্রীম কোটের
মামলার বিবরণ হতে জানা যায় যে জনৈক নুরুল ইসলাম গত বছর ৩০শে মার্চ যশােরের মনিরামপুর থানায় এই মর্মে এক এজাহার দেয় যে আগের দিন সে তার পিতার সঙ্গে মুকতারপুরে হাট হতে ফেরার সময় তিন জন চেনা আসামীসহ ৯/১০ জন দুষ্কৃতিকারী তার পিতাকে ছােরা দ্বারা হত্যা করেছে। এই এজাহারের পরিপ্রেক্ষিতে পুলিশ সাতজন আসামিকে গ্রেফতার করে এবং হাজতে প্রেরণ করে। পরে গত ৩০শে অক্টোবর যশােরের সদর এসডিও তাদেরকে জামিন মঞ্জুর করেন। কিন্তু গত ১১ই নভেম্বর উপরােক্ত এসডিও এক আদেশ বলে আসামীদের জামিন নাকচ করে দেন। আসামীদের পক্ষে সুপ্রীম কোর্টে জামিনের প্রার্থনা করে একটি আবেদন পেশ করা হয়। জামিনের আবিদনের পরিপ্রেক্ষিতে ডিসির ওপর রুল জারী করা হয় এবং আবেদনকারীদেরকে অন্তবর্তীকালীন জামিন প্রদান করা হয়। জামিনের আবেদনপত্র বিবেচনার সময় কোর্টের দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যে সংসদ সদস্য জনাব মাে: আবুল ইসলাম এসডিওকে একখানা চিঠি লেখেন এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে কোট আবেদনকারীদের জামিন বাতিল করে দেন। সংসদ সদস্যের চিঠির জাবেদা নকল কোর্টে পেশ করা হয়। উপরোক্ত বিষয় বিবেচনার পর সুপ্রীম কোর্টের উপরােক্ত ডিভিশন বেঞ্চ সংসদ সদস্য ও এসডিওর ওপর আদালত অবমাননার রুলটি জারী করেন। আবেদন কারীদের পক্ষে জনাব লতিফুর রহমান এডভােকেট মামলা পরিচালনা করেন।
সূত্র: দৈনিক বাংলা, ২২ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত