বরিশালে ইরি চাষের জন্য আরাে সার ও তেল প্রয়ােজন
সার ও তেলের অভাবে বরিশাল জেলায় ইরি (বােরাে) চাষ ব্যাহত হবার সম্ভাবনা রয়েছে। বরিশাল জেলায় ইরি (বােরাে চাষের জন্য যে পরিমাণ জমি ধরা হয়েছে তাতে পানি সেচের জন্য প্রায় পাচ লাখ গ্যালন তেলের প্রয়ােজন। কিন্তু জেলা কৃষি উন্নয়ন দফতরের কাছে সে পরিমাণ তেল নেই। উক্ত দফতর সূত্রে প্রকাশ ইউরিয়া, টি এস পি ও এমপি এই তিন প্রকার সার প্রয়ােজনে তুলনায় অনেক কম রয়েছে। বিশেষ করে ইউরিয়া যা ইরি চাষের জন্য একান্ত প্রয়ােজনীয়। | জেলা কৃষি উন্নয়ন দফতরের হাতে বর্তমানে প্রায় দু হাজার টন ইউরিয়া সার রয়েছে বলে প্রকাশ। এ বছর প্রয়ােজন হচ্ছে প্রায় নয় হাজার টন ইউরিয়া। অপরদিকে চলতি ইরি মৌসুমে বরিশালের জন্য কেন্দ্রীয় কৃষি উন্নয়ন দফতর সাড়ে চার হাজার টন ইউরিয়া সার পর্যায়ক্রমে সরবরাহ করবে। এ মৌসুমে যদি উক্ত সাড়ে চার হাজার টন ইউরিয়া সার কেন্দ্রে থেকে পাওয়া যায় তবে মােট ইরি চাষের জমির অর্ধেক জমিতে ইউরিয়া সার দেওয়া যাবে।
সূত্র: দৈনিক বাংলা, ২০ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত