You dont have javascript enabled! Please enable it! 1975.01.19 | বাংলাদেশসহ ৩৫টি দেশ আইএমএফ ঋণ পাবে | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বাংলাদেশসহ ৩৫টি দেশ আইএমএফ ঋণ পাবে

উন্নয়নশীল দেশগুলােকে সাহায্যের উদ্দেশ্যে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) …অন্তবর্তী কমিটি এই সব দেশের দায় পরিশােধের ঘাটতি পূরণের জন্যে সম্প্রসারিত বিশেষ তেল সুবিধের মাধ্যমে কম হারে সুদে ঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বাসসর খবরে প্রকাশ, এখানে দুই দিনব্যাপী বৈঠক শেষে মন্ত্রি পর্যায়ের কমিটিতে বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। আইএমএফ কর্তৃপক্ষের হিসেব মতে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকাসহ প্রায় ৩৫ টি দেশ শতকরা আড়াই ভাগ হারে সুদ ঋণ পাবে। এই দেশগুলাে সর্বাধিক ক্ষতিগ্রস্থ বলে ধরা হয়েছে। অন্যান্য দেশের ক্ষেত্রে যে হারে সুদ আদায় করা হয়, কমিটি এই দেশগুলাের ক্ষেত্রে তা শতকরা পাঁচ ভাগ কমানাের সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ তেল সুবিধের মাধ্যমে ১৯৭৫ সালে এই দেশগুলাে প্রায় ১১০ কোটি ডলারের সমতুল্য (৮১৫ কোটি টাকা)। মােট ১০০ কোটি ডলারের এসডিআর (টাকা তােলার বিশেষ অধিকার পাবে বলে আশা করা যাচ্ছে। এ বছরের মাঝামাঝি সমস্ত বিষয়টি পর্যালােচনার পর যুক্তিযুক্ত বলে বিবেচিত হলে এই সাহায্যের পরিমান আরাে বাড়ানাের সম্ভাবনা রয়েছে। তেলের মূল্য বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্থ দেশগুলাের চাহিদা পূরণের জন্যে বিশেষ তেল ১৯৭৪ সালে তিনশাে কোটি ডলার থেকে প্রায় ৬৪০ কোটি ডলারে (পাঁচশাে কোটি ডলারের এসডিআর) বাড়ানাে হচ্ছে।

সূত্র: দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত