সংকট মােকাবিলায় বিশেষ তহবিল
তেলের মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতি মােকাবিলার জন্যে দশটি প্রধান শিল্পোন্নত দেশ ও ১২০ জাতি সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অর্থ তহবিলের অর্থ মন্ত্রিগণ বৃহস্পতিবার দুটি বিশেষ তহবিল গঠন করেছেন। সাতদিন পরে ব্যাপক আলাপ-আলােচনার পর আর্থিক সংকটের সম্মুখীন দেশগুলােতে সাহায্যের উদ্দেশ্যে আইএমএফ এর আওতায় ৬শ কোটি থেকে সাড়ে ৭শ কোটি ডলারের তহবিল গঠনের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তহবিলটি হচ্ছে অর্থনৈতিক সহযােগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) ভুক্ত ২৪ টি দেশের জন্য নিরাপত্তা ব্যবস্থা স্বরূপ আড়াই হাজার কোটি ডলারের একটি বিশেষ তহবিল গঠন। এই তহবিল থেকে শুধু সর্বশেষ উপায় হিসেবেই অর্থ ব্যয় করা হবে। দায় পরিশােধের বেশি অসুবিধার ক্ষেত্রেও এবং সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ সম্পদের পূর্ণ ব্যবহারের প্রতিশ্রুতি দিলে এই তহবিল থেকে অর্থ মিলবে, অন্যথায় নয়। উন্নয়নশীল দেশগুলােকে সংকট কাটিয়ে ওঠার উদ্দেশ্যে স্বাভাবিক হারের চাইতে শতকরা পাঁচ ভাগ কম হারে ঋণ প্রদানের ব্যাপারেও মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। বর্ধিত আন্তর্জাতিক অর্থ তহবিলে প্রধান প্রধান তেল রফতানীকারক দেশগুলাের চাঁদার পরিমাণ বাড়ানাের ব্যাপারেও কমিটি একমত হয়েছে।
সূত্র: দৈনিক বাংলা, ১৯ জানুয়ারি ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত